শুক্রবার, ৯ মে, ২০১৪

তোমার কোলে-মা (মা দিবসের কবিতা)


ঘুম থেকে উঠে দেখিনি তোমায় আজও 
অনেক রাত কেঁদেছি,মন যে আমার বিভ্রান্ত আজ 
কত বিনিদ্র রজনী কাটছে যে তোমায় ছাড়া
বড়ই যে ইচ্ছে করে তোমার কোলে শুতে
একটু আদর পেতে,একটু বায়না করতে
ঠিক যেমন করতাম তোমার কাছে ।
কি যে হল হঠাৎ তুমি চলে গেলে কেন ? 

তোমার  কেন পাচ্ছি না যে দেখা, কোথায় গেছো চলে 
কেউ বলে না কথায় তুমি গেলে 
মনে শুধু এক না পাওয়া অসমাপ্ত জিজ্ঞাসা চলে
আমি যে তোমার কোলে শুতে চাই  আজও
তুমি এলে না আজও তোমার এই ছোট্ট সোনার কাছে ?
আমি তো রোজ চাই তোমার ভালোবাসা পেতে
তোমার বানিয়ে দেওয়া খাবার খেতে,তোমার কাছে গান শুনতে
তোমার কাছে আঁকা শিখতে।

না এতো বললাম, এতো কাঁদলাম, তবু এলে না তুমি
ঠিক আছে ,আজ আমি নিশ্চয়ই শোব তোমার কোলে,
আমি যে এঁকেছি তোমায়, মা
তুমিই এখন আমার মা ,এবার তোমার কোলে শোব ঠিক মাঝখানে গিয়ে
তুমি তখন করবে আদর আমায়
এবার আমি ঘুমবো, ঠিক ঘুমবো,তোমার কাছে। 


সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
৯৮৩১৮৪০১৯৬
কলিকাতা

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...

Shares
FacebookXPinterestEmailSumoMe