রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৩

মনের অভিলাসা -সঞ্জয় কুমার মুখোপাধ্যায়








মনের অভিলাসা

-সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

আমি আজও বুঝি নি তোমার অন্তরের কথা
যেন গভীর রাতে অজানা কালো মেঘের অন্তরালের
এঁকেছো এক গোপন উপকথা ।

মনের কোনে কেন এত জমে থাকা অবুঝ অসহিস্নু জ্ঞান
প্রভাতের প্রথম আলোতে কি যায় না তা মুছে ফেলা 
হোক না নব চেতনার জাগরণে অন্ধকারকে অবহেলা।

অন্ধকার মনে শুধু জমে থাকে যত মলিনতা
তপ্ত লাভা বের হয়ে আসে কখনো তাই নিয়ে
ধংস হয় সৃষ্টি আর মনের সকল আশা
ভেঙ্গে যায় ভালোবাসার বাধন অভিলাসা ।

জীবনের যত অ্ন্ধকার জ্ঞান মলীনতা
মুছে দিয়ে হোক সৃষ্টির নুতন ভালোবাসা
রুপকথা । 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...