মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯

হারিয়ে না যাই -সঞ্জয় কুমার মুখোপাধ্যায়










হারিয়ে না যাই

-সঞ্জয় কুমার মুখোপাধ্যায়


দুই হাতে অজান্তে কালি মেখেছি,
                           বহুদিন হলো ।
তবু ভাবনাগুলো অধরা ছিল,
       দূরে রেখেছিলাম নিজেকে ।

এখন পাহাড় চূড়া থেকে নিচে দেখলে
                         অতল গহ্বর দেখি ।
ভাবী হারিয়ে গেছি গহন অন্ধকারে,
      গভীর গাছের নিচে পাথরের মত।

শখ আল্লাদ পূরণ হয় না সবার,
              দুটো মানুষ যখন ভিন্ন।
তবু গাছের গভীরতা শান্তির ছায়া দেয়,
            মানুষ হবার পথ দেখায়।

পাছে হারিয়ে না যাই গহন অন্ধকারে।



https://www.bangla-kobita.com/sanjukolm/do-not-get-lost/

সোমবার, ২৯ জুলাই, ২০১৯

ফিরে আসা -সঞ্জয় কুমার মুখোপাধ্যায়













ফিরে আসা
-সঞ্জয় কুমার মুখোপাধ্যায়




একটা নদী বয়ে গেছে,
কিছু জমা নুড়ি পাথর ভাসিয়ে নিয়ে।
কিছুকাল সুখ ভোগ করে এখন সে রিক্ত,
অতিবৃষ্টিতে ক্যানেলের বাঁধ ভেঙ্গে সে পরনির্ভভর,
তবু তার মন পাওয়া খুব কষ্টকর ।

তবু সেই পথ ধরে গেছি মন পেতে,
যদি আর কষ্ট দিতে পারো কষ্ট দাও !
সুখে থাকতে চাইলে সুখে থাকো,
আমার দরজা জানলা সব রোজ খোলা ।

আমি থাকবো আকাশের নিচে,
            ঘরে বকুলের গন্ধে মনে‌ নিয়ে।
আমি শুধু..
ভালোবাসি পাড়ে বসে থাকাতে পাথরের মতো।
নদীর জল যদি একবার বাড়ে,
বলবো সঙ্গে এসো, কাছে এসে একবার দেখো ।

একসাথে ভেজবার ইচ্ছে হলে,
দেখবে নদীর জলে শ্রাবনের বৃষ্টি ফিরে পাবে।


বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯

মন যা চায় -সঞ্জয় কুমার মুখোপাধ্যায়


















মন যা চায়
-সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

আর কোনো প্রশ্ন নেই...
হয়তো যার কোনো উওর নেই !
মন এখন-
              আস্তে আস্তে মাধ্যাকর্ষণ ছাড়ছে,
              অভিকর্ষের ভবিষ্যৎ বার্তা গড়তে।

এখন শূন্য এখন সবচেয়ে কাছের নম্বর ,
তাই নিশ্চুপ চন্দ্রহীন রাত্রি একমাত্র অবলম্বন !

যখন মস্তিষ্কের পাল্লা ভারি,
কেন হৃদয়ের ভিতরে গুমরে মরি ?
বলবো মন যা চায় করি।

সবেতেই শূন্য যেটা অবসম্ভাবী,
এই বিশ্বাস রেখেই না হয় চলি।


মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

স্বার্থপরতায় ডুববো-সঞ্জয় কুমার মুখোপাধ্যায়











স্বার্থপরতায় ডুববো
         -সঞ্জয় কুমার মুখোপাধ্যায়


মাথা অবধি না হয় ডুবলাম,
ভাবছি দেখি না কেমনটা হয় !
এতদিন শুধু স্বপ্নের ভাবনাতে ভেসেছি,
তাই জীবনের জমা-খরচের হিসেব নেই।

একসময় সবাই বলতো ভালো,
আদর,আপ্যায়ন,নিমন্ত্রণ সবই ছিলো যেমন দিনের আলো।
জীবনের প্রথমার্ধে বোধহয় এমনটাই হয় !
এবার হয়তো এক আঘাতে ডুববো।

সবশেষে একটা মুক্তির,স্বাধীনতার আনন্দ আছে,
কিন্তু সে আর বুঝবে কে ‌?
হোক না তাতে স্বার্থের বলি আশেপাশের সব ।

একরকম জীবন যে সবার জন্য নয়,
তাই এবার নিশ্চিত স্বেচ্ছায় ডুববো ।
আমি যে এখন সবকিছু ছেড়ে স্বার্থপর,
তাই এবার গ্যারান্টি দিচ্ছি নিশ্চিত আমি ডুববো।


https://www.bangla-kobita.com/sanjukolm/sink-into-selfishness/

শুক্রবার, ১২ জুলাই, ২০১৯

সবুজের পরিচর্যা - সঞ্জয় কুমার মুখোপাধ্যায়















সবুজের পরিচর্যা

         -সঞ্জয় কুমার মুখোপাধ্যায়


সবুজের পরিচর্যা করো,
এনে নিজের ঘরে,বাগানে বসাও।
ওদের সবুজকে মনের গভীরে নাও,
নিজের মনুষ্যত্ব জাগাও।

রোগ মুক্তির জন্য ওদের দরকার,
এখানে এখন আর সবুজ নেই কোথাও।
এখানে শুধু কালো ধোঁয়ার বলয়,
রোগের অভিশপ্ত দাবীকে গিলে খাওয়া দেখা যায় ।

সবুজের খরা চলছে মানবতায়,
তাই গাছ তুলে আনো,ঘরে এনে বসাও।
 চোখ যে সবুজ হতে চায়,
দেহ হতে চায় সবুজে ঘেরা মহীধর ।

আমরা নতুন করে বাঁচতে চাই,
শুধুই সবুজ মন নিয়ে এগিয়ে যেতে চাই।


সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...