মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯

হারিয়ে না যাই -সঞ্জয় কুমার মুখোপাধ্যায়










হারিয়ে না যাই

-সঞ্জয় কুমার মুখোপাধ্যায়


দুই হাতে অজান্তে কালি মেখেছি,
                           বহুদিন হলো ।
তবু ভাবনাগুলো অধরা ছিল,
       দূরে রেখেছিলাম নিজেকে ।

এখন পাহাড় চূড়া থেকে নিচে দেখলে
                         অতল গহ্বর দেখি ।
ভাবী হারিয়ে গেছি গহন অন্ধকারে,
      গভীর গাছের নিচে পাথরের মত।

শখ আল্লাদ পূরণ হয় না সবার,
              দুটো মানুষ যখন ভিন্ন।
তবু গাছের গভীরতা শান্তির ছায়া দেয়,
            মানুষ হবার পথ দেখায়।

পাছে হারিয়ে না যাই গহন অন্ধকারে।



https://www.bangla-kobita.com/sanjukolm/do-not-get-lost/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...