সোমবার, ২৯ জুলাই, ২০১৯

ফিরে আসা -সঞ্জয় কুমার মুখোপাধ্যায়













ফিরে আসা
-সঞ্জয় কুমার মুখোপাধ্যায়




একটা নদী বয়ে গেছে,
কিছু জমা নুড়ি পাথর ভাসিয়ে নিয়ে।
কিছুকাল সুখ ভোগ করে এখন সে রিক্ত,
অতিবৃষ্টিতে ক্যানেলের বাঁধ ভেঙ্গে সে পরনির্ভভর,
তবু তার মন পাওয়া খুব কষ্টকর ।

তবু সেই পথ ধরে গেছি মন পেতে,
যদি আর কষ্ট দিতে পারো কষ্ট দাও !
সুখে থাকতে চাইলে সুখে থাকো,
আমার দরজা জানলা সব রোজ খোলা ।

আমি থাকবো আকাশের নিচে,
            ঘরে বকুলের গন্ধে মনে‌ নিয়ে।
আমি শুধু..
ভালোবাসি পাড়ে বসে থাকাতে পাথরের মতো।
নদীর জল যদি একবার বাড়ে,
বলবো সঙ্গে এসো, কাছে এসে একবার দেখো ।

একসাথে ভেজবার ইচ্ছে হলে,
দেখবে নদীর জলে শ্রাবনের বৃষ্টি ফিরে পাবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...