বুধবার, ১ জানুয়ারী, ২০২০

অপমানিত সুন্দরী তোমাকে / সঞ্জয় কুমার মুখোপাধ্যায়














অপমানিত সুন্দরী তোমাকে

সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

অদ্ভুত অবস্থায় আমি
যেই তুমি সামনে এলে, দেখলাম
তোমার চোখে একটা নেতিয়ে পড়া সুন্দরীর ঝোপ।
ওই ঝোপে একটা আগুন চাপা দেওয়া।
অনেকদিন ধ’রে প্রশমিত হয়ে আছে ! 
সে এক অবাক করা দৃষ্টি,
ওই চোখ এখন রৌদ্রের উত্তাপ,প্রবল বন্যা
সব প্রতিহত করতে পারে ।
তবে আকস্মিক আক্রমণ প্রতিরোধ করতে পারে নি । 

ওই চোখে আর অন্ধত্ব  বেঁচে নেই এতটুকু।
দেখলে বনের বাঘ সিংহেরাও ভয় পাবে !
তাই ভয়ে সামনে আর কেউ কাছে আসে না, 
কেউ জানে না, কেন ওই চোখের দৃষ্টি তোমার।
আমি চাইছি সবটাই প্রকাশিত হোক।

একদিন হবেও,
সেদিন রৌদ্রের উত্তাপ,প্রবল বন্যা হঠাৎ তোমার গায়ে চেপে বসবে না।
বিগত দিনের আকস্মিক আক্রমণ ওই চোখ দেখবে না,
সব সত্যটাই সামনে টেনে বের করে আনবো আমি।

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...