মঙ্গলবার, ৭ মে, ২০১৩

অবুঝ ভালবাসা-সঞ্জয় কুমার মুখোপাধ্যায়













অবুঝ ভালবাসা
        -সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

সেদিন ছিল আমার ছুটির দিন, রবিবার
সকালবেলায়, দেরীতে ঘুম থেকে ওঠা
ঘুম চোখে চা চাওয়া,
এটাই ছিল গতানুগতিক পথ ।

হঠাৎ তুমি এলে  এক হাল্কা বাতাস সাথে নিয়ে
জানতাম না তোমার আগমনের কথা ।

কারণ ছিল কী ?
না মনে পড়েছিল,আমাদের সেই দিন গুলোর কথা
ভালোবাসার কত না বলা কথা
আমি প্রায় ভুলে গিয়েছিলাম তোমার পথ ।

তুমি মনে করালে,
আমি তোমার ছবি ঠিক করে রাখি নি কেন  ?

আমায় ভুল বুঝো না যেন !
আমি সেই ঠিক আগের মতোন আছি,
শুধু আমিও আজ তোমার অতীতের দেওয়া 
ভারি বাতাসে ক্লান্ত পরিশ্রান্ত ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...