বৃহস্পতিবার, ৯ মে, ২০১৩

কবি প্রণাম


আজি বৈশাখে তোমার জন্মদিনে
প্রণাম তোমার চরণ দুটি ধরে ।

ছোটবেলা কাটে তোমার কিশলয়ে
সহজ পাঠের,ছোট গল্প  পড়ে ।

তোমার সৃষ্টি পড়ে যৌবনের সকল ভালোবাসা
 দিয়েছ তুমি অন্ধকার মনে নতুন দিকের আশা ।

তুমি সূর্য, আলোকিত করো দেশ ও দশের বানী
তোমার পথের পথিক সবাই হে অমর কবি ।

বাংলা আর বাঙালি কে দিয়েছ পরিচয়
জাতি ধর্ম ভুলে সবে করেছে বিশ্বজয় ।

ভাব সাগরে কাণ্ডাড়ী তুমি সকল লেখনীতে  
ভাসি তোমার চেতনা দিয়ে ছোটো নদীর পারে ।

বিশ্বকবি তুমি সকলের প্রাণের অন্তরে
গুরু শ্রেষ্ঠ আজও সবাই তোমার বন্দনা করে ।


 http://www.bangla-kobita.com/sanjukolm/poem20130509011550/৯৮৩১৮৪০১৯৬


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...