বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৩

পথের দিশারী

পথের দিশারী


প্রানের কাছে শূন্যতা এক, মনের কোনে জমা

চিত্ত মোর করে হাহাকার, তার অনেক অজানা কথা ।  

কবে আমি ভাব সাগরে ডুব দেব প্রভু ভাবি

আপন করে তোমাই নিয়ে, চলার পথ চলি ।

এ পথ অসীম কণ্টকময়  দিকভ্রষ্ট বহুজন

সঠিক পথের দিশা দেখার আশায়ে সকল  গুণীজন।

তুমি আদি,তুমি অনন্ত,তুমি সর্ব জ্ঞানী

হে দয়াময় সাগর মাঝে, পথ ভ্রষ্ট আমি ।

পথ দেখাও মোরে তুমি পুরুষোত্তম জ্ঞানী

সফল হবে মানব জাতির, সকল জন্ম, কর্মবানী।

শ্রী সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

কলিকাতা
+৯১-৯৮৩১৮৪০১৯৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...