মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮

বিশল্যকরণী সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
















বিশল্যকরণী
সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

তুমি ছিলে না দূরে ধরা ছিলে আমার নিঃশ্বাসে,
কেন মিছে খুঁজে ফিরি   তোমায় দিনের শেষে।
বিহঙ্গেরা আমায় ডেকে কানে কানে বলে
উড়ে যেতে গগন পানে অমৃতের সন্ধানে।

আমি অপেক্ষায় আছি শুধু তোমারই

আপন ডানায় তোমাকে বেঁধে-
মুক্তচিত্তে সঙ্খে নিয়ে উড়ে যেতে মনের টানে ।







বিশল্যকরণী পরশ সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

















বিশল্যকরণী পরশ
সঞ্জয় কুমার মুখোপাধ্যায়


রজত কৈলাসে
পাতাগুলো নিয়ে দুটি হাতে
মনে প্রলেপ লেগেছিল নিভৃতে
এক মিলন সেতু নির্মাণে।

তখন আমার হৃদয়ের
সবুজ পাতা দিয়েছিলে প্রেমের ক্ষতের উপশমে
দূরত্ব ছিলো শুধুমাত্র দেহে।

আজ প্রেমের পরশ সবখানে,
রোজ তোমার মনের সাথে
বিশ্বাসে, নিঃশ্বাসে, মননে।

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...