মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১২

ব্যর্থ স্বাধীনতা / সঞ্জয় কুমার মুখোপাধ্যায়












ব্যর্থ স্বাধীনতা
সঞ্জয় কুমার মুখোপাধ্যায়



 প্রভাতের রবি নিয়ে এলো এক সোনালী দিনের আশা,
                মানবকুলের অনেক ভুলের আজ হল ইতিকথা ।

দিন গেছে আর রাত দেখেছে স্তব্ধ নিরাশা,
                     কত মা হারিয়েছে সন্তানের ভালোবাসা ।

বিপ্লব আর দেশপ্রেম অমর হয়েছে কি শুধু মনে,
              দেশ ভাগের জটিলতা আজ রক্তে রাঙা সবখানে।

দেশ ও দশের স্বাধীনতা কে ভুলায় ছে কৃত্রিমতা,
                 গভীর রাতের অন্ধকূপে হারায় নবীন-চেতা ।

আপনকে ভুলে অপরকে আপন করেছে মানব জন,
                           স্বার্থ আর কপটতায় ব্যর্থ গুণীজন ।

স্বাধীনতা কি হারিয়েছে তার গরিমা ও ত্যাগ,
          দেশভক্তির গান কবে আনবে জীবনে আন্ত-ত্যাগ ।
       
জাতি,ধর্ম নির্বিশেষে হিংসার পথ ভুলে
                    সফল হবে দেশপ্রেমের ধর্মে দীক্ষা নিলে ।

http://www.bangla-kobita.com/Ashor/Poem.aspx?id=2098
http://www.kobita.org/e-baroari/node/8049
+৯১-৯৮৩১৮৪০১৯৬

সোমবার, ১২ মার্চ, ২০১২

ভালোবাসার সার্থকতা

ভালোবাসার ভাবনা নিয়ে স্বপ্ন গড়ি সখী
প্রেম সাগরে ডুব দিয়ে তাই প্রাণের গীতি লিখি ।

জীবন যুদ্ধে আছে কত যেন হারা জেতার কথা
সকল সুখের ভাবনাতে গাঁথি আপন জীবনকথা ।

অসুখী গ্লানির মলিনতাকে করে ছিলেম জয়
চিত্ত মোর আজি চঞ্চলচিত হয় নাই নিঃসংশয় ।

অনেক বাঁধা দুঃখ নিয়ে পার করি জীবনতরী
প্রেমের গল্প দিয়ে যায় তাই ক্ষণিকের প্রমোদ তরী ।

দ্বেষ,দীনতা,কলহ দেয় যত মোর জীবনে নিরাশা
উদার মনের  কভু না দিই সঙ্কীর্ণতার বাসা ।

অবুঝ সখী তোমার প্রেম দিয়েছে জীয়ন-ভীতি
চাওয়া পাওয়ার ঊর্ধ্বে সকল ভালোবাসার রীতি ।

নাই বা দিলেম পার্থিব সুখ একটু কষ্ট পাওয়া
প্রেম দিয়ে কি যায় না জেতা ক্ষণিকের পূর্ণ হওয়া ।

পার্থিব মোহ,মায়া  নাহি বা পেলেম কষ্ট নাহি তাতে
প্রকৃত প্রেম পাওয়া মানে আজি বিধির বিধান হাতে ।

শ্রী সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
কলিকাতা
+৯১-৯৮৩১৮৪০১৯৬

http://www.bangla-kobita.com/Ashor/Poem.aspx?id=2092

আমি কে











আমি কে ?
সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

বন্ধন হতে মুক্ত আমি চিন্তন থেকে দূর
শোক,উত্তাপ,হিংসা, আনন্দ সব হল ভুল ।
পঞ্চ ইন্দ্রিয়র হয়েছে অন্তিম জ্ঞাপন
সকল সুখের হয়েছে সমাপন ।
আমি করি সব স্বপ্নের অবসান
লিখি জীবনের ইতিকথা
আমি কে ?
বঞ্চনা আর গঞ্জনার অন্ত হল আজ
জীবন যুদ্ধের লাভ ক্ষতি থেকে সমাপ্তির পরিহাস ।
কাজ অকাজ আর মায়া জগতের শেষ হল সব আশ
সংসার প্রিয় সব মনুষ্যের কাছে আমি করি অনন্ত বাস ।
চন্দ্র,সৌর,গ্রহ,তারার ন্যায় আমি অবিনশ্বর সত্য
ধরিএীর বুকে বার বার ফিরে আসিব অবিরন্ত
শেষ হবে এই জরা জগতের সকল শাপমোচন ৷

আমি কে ?

http://www.bangla-kobita.com/Ashor/Poem.aspx?id=2079

আমি পথিক / সঞ্জয় কুমার মুখোপাধ্যায়















আমি পথিক ?
সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

আমি পথিক, দিশা-হীন পথের যাএী
কত কাল আমি চলেছি এই অজানার পথে
পার করে কত বিনিদ্র রজনী ।

ঋতু,কাল,যুগ আসে যায় হেথা
দেয় না আমায় তাড়া
চলার পথে তাই সময় খুঁজে নেই
গড়ি পৃথিবীর ইতিহাসের কথা ।

আমি পথিক, গ্রহ,তারা সব আলোকিত
আমার এই বক্ষ জুড়ে,
আমি আছি এই মহাকাশে দিক দিগন্ত জুড়ে ।

আমি পথিক ।





http://www.bangla-kobita.com/Ashor/Poem.aspx?id=2078

স্বপ্ন কাহিনী-সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

















স্বপ্ন কাহিনী
-সঞ্জয় কুমার মুখোপাধ্যায়


যা কিছু বুঝি নাইতাই
থেকে যায় অসমাপ্ত অজানার মাঝ দরিযায়।
মনের অন্তরে মন, কথার মধ্যে কথা,
না জানা যায় যেমন ঘন কুয়াশায়
রহস্যের কাহিনী থাকে 
বসন্তের কথা আগাম বর্ষায় বলে যায়
বলে যায় আবার
ফিরবো আমি-
যখন শুনবে আমার গান
তখন বুঝবে আমার প্রাণ
তখনি ফিরবো আসবো
এই প্রিয় সংসারে



http://www.bangla-kobita.com/Ashor/Poem.aspx?id=2076

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...