সোমবার, ১২ মার্চ, ২০১২

স্বপ্ন কাহিনী-সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

















স্বপ্ন কাহিনী
-সঞ্জয় কুমার মুখোপাধ্যায়


যা কিছু বুঝি নাইতাই
থেকে যায় অসমাপ্ত অজানার মাঝ দরিযায়।
মনের অন্তরে মন, কথার মধ্যে কথা,
না জানা যায় যেমন ঘন কুয়াশায়
রহস্যের কাহিনী থাকে 
বসন্তের কথা আগাম বর্ষায় বলে যায়
বলে যায় আবার
ফিরবো আমি-
যখন শুনবে আমার গান
তখন বুঝবে আমার প্রাণ
তখনি ফিরবো আসবো
এই প্রিয় সংসারে



http://www.bangla-kobita.com/Ashor/Poem.aspx?id=2076

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...