আমি পথিক ?
সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
আমি পথিক, দিশা-হীন পথের যাএী
কত কাল
আমি চলেছি এই অজানার পথে
পার
করে কত বিনিদ্র রজনী ।
ঋতু,কাল,যুগ আসে যায় হেথা
দেয়
না আমায় তাড়া
চলার
পথে তাই সময় খুঁজে নেই
গড়ি
পৃথিবীর ইতিহাসের কথা ।
আমি পথিক, গ্রহ,তারা সব আলোকিত
আমার
এই বক্ষ জুড়ে,
আমি
আছি এই মহাকাশে দিক দিগন্ত জুড়ে ।
আমি পথিক ।
http://www.bangla-kobita.com/Ashor/Poem.aspx?id=2078
Excellent poem Dadabhai !!
উত্তরমুছুন- Bubloo & Shumi
Thank You Dear :)
মুছুন