সোমবার, ১২ মার্চ, ২০১২

আমি কে











আমি কে ?
সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

বন্ধন হতে মুক্ত আমি চিন্তন থেকে দূর
শোক,উত্তাপ,হিংসা, আনন্দ সব হল ভুল ।
পঞ্চ ইন্দ্রিয়র হয়েছে অন্তিম জ্ঞাপন
সকল সুখের হয়েছে সমাপন ।
আমি করি সব স্বপ্নের অবসান
লিখি জীবনের ইতিকথা
আমি কে ?
বঞ্চনা আর গঞ্জনার অন্ত হল আজ
জীবন যুদ্ধের লাভ ক্ষতি থেকে সমাপ্তির পরিহাস ।
কাজ অকাজ আর মায়া জগতের শেষ হল সব আশ
সংসার প্রিয় সব মনুষ্যের কাছে আমি করি অনন্ত বাস ।
চন্দ্র,সৌর,গ্রহ,তারার ন্যায় আমি অবিনশ্বর সত্য
ধরিএীর বুকে বার বার ফিরে আসিব অবিরন্ত
শেষ হবে এই জরা জগতের সকল শাপমোচন ৷

আমি কে ?

http://www.bangla-kobita.com/Ashor/Poem.aspx?id=2079

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...