সোমবার, ১২ মার্চ, ২০১২

ভালোবাসার সার্থকতা

ভালোবাসার ভাবনা নিয়ে স্বপ্ন গড়ি সখী
প্রেম সাগরে ডুব দিয়ে তাই প্রাণের গীতি লিখি ।

জীবন যুদ্ধে আছে কত যেন হারা জেতার কথা
সকল সুখের ভাবনাতে গাঁথি আপন জীবনকথা ।

অসুখী গ্লানির মলিনতাকে করে ছিলেম জয়
চিত্ত মোর আজি চঞ্চলচিত হয় নাই নিঃসংশয় ।

অনেক বাঁধা দুঃখ নিয়ে পার করি জীবনতরী
প্রেমের গল্প দিয়ে যায় তাই ক্ষণিকের প্রমোদ তরী ।

দ্বেষ,দীনতা,কলহ দেয় যত মোর জীবনে নিরাশা
উদার মনের  কভু না দিই সঙ্কীর্ণতার বাসা ।

অবুঝ সখী তোমার প্রেম দিয়েছে জীয়ন-ভীতি
চাওয়া পাওয়ার ঊর্ধ্বে সকল ভালোবাসার রীতি ।

নাই বা দিলেম পার্থিব সুখ একটু কষ্ট পাওয়া
প্রেম দিয়ে কি যায় না জেতা ক্ষণিকের পূর্ণ হওয়া ।

পার্থিব মোহ,মায়া  নাহি বা পেলেম কষ্ট নাহি তাতে
প্রকৃত প্রেম পাওয়া মানে আজি বিধির বিধান হাতে ।

শ্রী সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
কলিকাতা
+৯১-৯৮৩১৮৪০১৯৬

http://www.bangla-kobita.com/Ashor/Poem.aspx?id=2092

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...