অস্তমিত সূর্য
সঞ্জয় কুমার মুখোপাধ্যায়



আজ ২২শে শ্রাবণের সেই অশ্রু প্লাবিত দিন,

সূর্য অকালে অস্তমিত সবার হৃদয়ের অন্তরে,

মুদিত নেত্রে রবি আর দেবেন না বিচ্ছুরণ জগতে ,

অনন্ত হাহাকার জনসমুদ্রের ঢেউ তোমায় দেখতে,

বারবার স্পর্শ করে সৃষ্টির দেবতার পাদস্পর্শে

সবার আজও করি নত শির ‌‌।



সৃষ্টির শ্রষ্ঠা যেন হয়েছেন সদ‍্য প্রয়াত,

রেখে গেছেন,যুগ যুগ ধরে পান করার অমৃত

এই মানবজাতির কল‍্যানে ।



কল্পনা,স্বপ্ন,বাস্তবতার আগাম বার্তা সৃজন করে,

আগামী প্রজন্মের সন্তানের প্রতি কর্তব্যের দানে।

জীবনের,মরনের তোমার সকল সৃষ্টির অভিধানে,

আজও তুমি আছো হৃদয়ের অন্তরে জেগে,

তোমার আবিষ্কার স্বপ্ন দেখায় মনের মাঝে,

প্রত‍্যহ তোমার আশীর্বাদে সৃষ্টি চলছে জগতে,