মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১২

ব্যর্থ স্বাধীনতা / সঞ্জয় কুমার মুখোপাধ্যায়












ব্যর্থ স্বাধীনতা
সঞ্জয় কুমার মুখোপাধ্যায়



 প্রভাতের রবি নিয়ে এলো এক সোনালী দিনের আশা,
                মানবকুলের অনেক ভুলের আজ হল ইতিকথা ।

দিন গেছে আর রাত দেখেছে স্তব্ধ নিরাশা,
                     কত মা হারিয়েছে সন্তানের ভালোবাসা ।

বিপ্লব আর দেশপ্রেম অমর হয়েছে কি শুধু মনে,
              দেশ ভাগের জটিলতা আজ রক্তে রাঙা সবখানে।

দেশ ও দশের স্বাধীনতা কে ভুলায় ছে কৃত্রিমতা,
                 গভীর রাতের অন্ধকূপে হারায় নবীন-চেতা ।

আপনকে ভুলে অপরকে আপন করেছে মানব জন,
                           স্বার্থ আর কপটতায় ব্যর্থ গুণীজন ।

স্বাধীনতা কি হারিয়েছে তার গরিমা ও ত্যাগ,
          দেশভক্তির গান কবে আনবে জীবনে আন্ত-ত্যাগ ।
       
জাতি,ধর্ম নির্বিশেষে হিংসার পথ ভুলে
                    সফল হবে দেশপ্রেমের ধর্মে দীক্ষা নিলে ।

http://www.bangla-kobita.com/Ashor/Poem.aspx?id=2098
http://www.kobita.org/e-baroari/node/8049
+৯১-৯৮৩১৮৪০১৯৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...

Shares
FacebookXPinterestEmailSumoMe