মাঝ রাতের স্বপ্ন
- সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
হলো না সবকিছু সারা,
হয়তো সুখের ঘরের স্বপ্ন গড়া ।
দাঁড়িয়ে মিছেই দেখছি জোড়া তাপ্পি দিয়ে খেলা,
কালো মেঘ আসে আর বৃষ্টিতে ভাসে !
জীবন দাড়িপাল্লায় ঝোলে,
লাভ ক্ষতির হিসেব নিকেষ করে।
মূলধন অনেক ছিল...তবু
শুধুই পড়ে আছে সুদকষার অংকগুলো।
হারিয়ে গেছে সবকিছু !
রেখে গেছে নামমাত্র স্মৃতির মন,
ঠিক ভোটের পড়ে দেয়াল লিখন।
আপাতত কোন এক নিঝুম রাতে,
অরণ্যের অন্ধকারে একাকীত্ব জীবন
কোনো এক মধ্যরাতে,
জোস্না দেখার লোভে দগ্ধ হয়ে মন।
https://www.bangla-kobita.com/sanjukolm/mid-night-dream/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন