মঙ্গলকোট.কম
হোম
তোদের হাতে সময় আছে - সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
Saturday, 28 Sep, 1.10 am
সেদিনে কলেজের অন্দরমহলে,
যারা ভাঙা-গড়ার খেলায় ছিল মত্ত !
তাদের বলছি.
বৃষ্টির আগে আকাশের মেঘ ছিল কালো,
নোংরা মাটিও ছিল।
আমরা জানতাম বর্ষা এলে সবটাই ধুয়ে হবে পরিষ্কার,
আকাশ দেবে আলো স্বচ্ছতার সাগর।
গাছের পাতা ঝড়ে পড়ে,
আবার কচিপাতা আসে নতুন,
সবটাই পুরাতনের নবীকরণ।
আমারা আছি সেই পথে, মাটিতে মিশেও যাই,
আবার আসি নতুন করে পরিচয় খুঁজে পাই !
শুধু তাঁর কাজ,ভাবনা ব্যবহার খুঁজে ফিরে বেড়াই ।
সাগর তাঁর বিশাল জলরাশি নিয়ে শরীরে বইছেন,
তাঁর দয়ায়, জলবিন্দু মনের মধ্যে আঁকে অক্ষরমালা।
তাই এখনও তোমরা যদি সময় পাও,
একমুঠো জল নিয়ে মুখে দিও ।
তাহলে পাবে তোমাদের পিতার রচিত শব্দের তর্পণ।।
https://m.dailyhunt.in/news/india/bangla/mongalkote+com-epaper-maglkot/toder+hate+samay+aache+sanyjay+kumar+mukhopadhyay-newsid-138992320?pgs=N&pgn=7&tk=0&mode=wap&s=dux&ss=pd
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন