শুক্রবার, ১২ জুলাই, ২০১৯

সবুজের পরিচর্যা - সঞ্জয় কুমার মুখোপাধ্যায়















সবুজের পরিচর্যা

         -সঞ্জয় কুমার মুখোপাধ্যায়


সবুজের পরিচর্যা করো,
এনে নিজের ঘরে,বাগানে বসাও।
ওদের সবুজকে মনের গভীরে নাও,
নিজের মনুষ্যত্ব জাগাও।

রোগ মুক্তির জন্য ওদের দরকার,
এখানে এখন আর সবুজ নেই কোথাও।
এখানে শুধু কালো ধোঁয়ার বলয়,
রোগের অভিশপ্ত দাবীকে গিলে খাওয়া দেখা যায় ।

সবুজের খরা চলছে মানবতায়,
তাই গাছ তুলে আনো,ঘরে এনে বসাও।
 চোখ যে সবুজ হতে চায়,
দেহ হতে চায় সবুজে ঘেরা মহীধর ।

আমরা নতুন করে বাঁচতে চাই,
শুধুই সবুজ মন নিয়ে এগিয়ে যেতে চাই।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...