মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৩

কালজয়ী বীরপুরুষ


 সে ছিল এক বীরপুরুষের কালজয়ী গাঁথা

কুরুক্ষেত্রের এক বীর মহামানবের জয়ের অমরকথা ।

অভিমন্যু নামের সে ছিল এক মহা বিজয়গাঁথা।

জানা ছিল শুধু মাতৃ জঠরে শোনা চক্রব্যূহের অর্ধ সমাপ্ত রহস্য বলা ।


করেছিল অতিক্রম সেই অসীম দুর্গম রণের সকল চক্রান্তের বাঁধা

ভীত,শঙ্কিত,কাপুরুষ যারা করেছিল সব সত্যের অবহেলা ।

কালিমা মুক্ত হয়েছিল কি তাদের সকল বিজয়গাঁথা

বীর অভিমন্যু করেছিল সংগ্রাম বীর বিক্রমে ।


পরাজিত হল এক এক সকল মহাযোদ্ধা বীর বলীয়ানে

অবহেলা করে যেন শিশু খেলার ছলে ।

একি পরিহাস সব মহাবীর জনে জনে

নত শির হল সকল মহা যোদ্ধা এই মহারণে ।


লজ্জা,ঘৃণা,কুটিলতা থেকে শুরু হয় এক গোপন ষড়যন্ত্রের

অভিমন্যু জানে না যে রহস্য  চক্রব্যূহের দুর্গ ভেদের কথা ।

সংগ্রাম হয় মহাসংগ্রামে হতবাক অভিমন্যু এই কপট পরাক্রমে

হল না শেষ রক্ষা অজানা কারণের ফলে ।


হয়েছে সদ্য সমাপ্ত ঘোর মহারণের,অন্তিমক্ষণে

আজ রক্তে লিপ্ত আজ অভিমন্যুর দেহখানি ।

একা শায়িত কুরুক্ষেত্রর মহাসমরের চক্রব্যূহে অন্তিম শয়নে ।

হায় মহারথী ইতিহাস করবে না ক্ষমা তোমাদের চরম আপমানের।


হায় চিত্রাঙ্গদা, তোমার যদি নিদ্রালেশ হত সেইদিন রাতে

অর্জুনপুত্র আজ অমর হত,এই কুরুক্ষেত্র মহারণে ।

তবু বলি,বিজয়ী তুমি,ইতিহাস করবে স্মরণ তোমায় চিরতরে

তুমি যে অজেয়,অমর,মহাবীরশ্রেষ্ঠ সকলের অন্তরে ।


সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

কলিকাতা

৯৮৩১৮৪০১৯৬

http://www.bangla-kobita.com/sanjukolm/poem20131105114745/


1 টি মন্তব্য:

  1. Jathare agni jwala bhumistha hoyechilo bahujug purbe avimannyu rupe.. aaj se abar dekha dilo bannya sama bege tomar lekhani te...swadu swadu..prabah krama vardhaman hok

    উত্তরমুছুন

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...