মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬

একাকীত্বের খেলা


একাকীত্বের খেলা

মেতেছিলো তারা যে একাকীত্বের খেলায়
জীবনে সে যে এক নতুন দিন,
দিনটি ভাল কি খারাপ জানি নি কখনো
দেখতে হবে এমন দিন, ভাবি নি কখনো ।

অক্ষমতা ছিল ? না, নীল আকাশের মেঘের
আড়ালে লুকিয়ে থেকে সব জেনে ছিলেম অবুঝ ।
পারতাম সব আটকাতে ছিল সে ভাবনাও মনে
তবু পারি নি যে তোর কথা ভেবে।

ওরা অহংকারের গহনা পরে খুদ্র মনের পথিক
জানে না যে সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে
নাই ।

শুধু নিজ নিজ করে করে , যে আপন কে করেছে যে পর
বোঝে নি যে এখন একাকীত্ব এক দিন তাদেরও করবে গ্রাস
সেদিন কি ভুল আর ঠিক হবে তাই ।

ঘর ভাঙ্গার খেলায় মেতেছে যে যারা
মূর্খ যে তারা, আপন আন্তঃ সুখ ভেবে যে দিশেহারা
বঞ্ছনা আর একাকীত্ব  করবে তাদের একদিন গ্রাস ।

পর কে আপন করা, যে এক মহৎ জীবনের পথ
কবে বুঝবে তারা সে কথা ? দেবে অন্তরের ভালোবাসা ।

নাহি যে তোর কিছুই অজানা,
তাই পারি নি  একাকীত্বের মায়াজালে
আলাদা করে  তোকে ডেকে ।

রক্ত কি কখনো আলাদা হয় ?
ভুল আসলে সব ভুল কবে বুঝবে  
সব অবুঝ যারা বলে আমরা নীল রক্তের মানুষ।


সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
কলিকাতা
৯৮৩১৮৪০১৯৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...