পানশালা
সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
মজলিসে বসেছে সবাই
বাঁধা জীবনের ব্যাতিক্রম
তাই,
আজ নতুনত্বের ছোঁয়া পেতে
চায়
মন তাই পানশালায় যায় ।
প্রিয় পানীয় হাতে নিয়ে,কথার
সব ফোয়ারা ছোটে
দূনিয়ায় নকসা তখন সবার
হাতের মুঠোয়ে ভাসে।
জীবনের রঙীন স্বপ্ন যত
নতুন পথে হাঁটে কত,
হারিয়ে যাওয়া মনের আবেগ,পানশালার
টেবিলে ছোটে।
আশা নিরাশার বন্যা উঠে,
সময় কাটে অবশ মনে।
কত ব্যাথা,কত আনন্দ পানশালায়
গেলাস হাতে,
তর্ক বির্তক চলে,কখনো ছন্দের
পতন ঘটে।
মায়াবী রাতের প্রলোভন ডাকে,
পাশের টেবিল কাছে আসে।
লুকনো প্রেমের ব্যর্থ
কথা,
বিরহের বেদনা ব্যাথা ।
হঠাৎ মনে উদারতা বাড়ে,
পানশালার শেষের পথে,
সকলের ঘরে ফেরার পালা,মনে
এক স্বস্থির ছায়া।
রাতের অন্ধকারে ফুটপাতে
অভুক্তরা শুয়ে,
নিজেকে বিলিয়ে দেওয়া ওদের
দুঃখের মাঝে।
পানশালা জগত চেনায় আসল
নকল ভেদ কর দেয়,
লোকে বলে পান পিপাসু তুমি
অসুস্থ সমাজ মাঝে।
আমি বলি সুস্থ আমি,পানশালায়
মনের তৃষ্ণা মেটাই
সমাজের তোমরা যারা সুস্থ
মানুষ দিক ভ্রষ্ঠ
আজ সংর্কীন মনের পাপে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন