সোমবার, ২১ আগস্ট, ২০১৭

প্রেম বন্ধনে রাখী

রক্ষা কবজ পরিয়ে দিলাম এই শুভক্ষণে,
ভালোবাসার প্রদীপ জ্বালাই ভাতৃত্বের অঙ্গীকারে,
শতায়ু কামনায় তোমার হাত দুটো আমি ধরি,
হৃদয়ের যত শুভকামনা নিয়ে আশীর্বাদ তোমায় করি,
এক বৃন্তের দুটি পাতা হয়ে যেন জীবনভর মোরা চলি‌‌।

তোমার শুভকামনা যত চিরস্থায়ী আমার জীবন পথে,
রাখী বন্ধনে আবদ্ধ হয়ে অন্তর আজ আনন্দ
সমাগমে।

ভ্রাতা ভগ্নির ভালোবাসায় রাখী অমরত্বের প্রতীক
রামচন্দ্রের রাখী উৎসব পূরাণে ঐতিহাসিক,
কখনো রাখী লক্ষীদেবীর বলিকে রাখী পরাবার উপাখ্যানে,
কবিগুরুর রাখী আনে বাংলায় সমপ্রতি সর্বধর্ম সমন্বয়ে ।

রাখী থাকে চিরকালের শপথ নেওয়ার অধিকারে,
বিভেদের মাঝে ঐক্য আনে চিত্তে ঐক‍্যতানে ।
অমর প্রেমের উৎসবের দিনে আনন্দগীত গাহি,
রাখী পূর্ণিমা জগতে থাকুক অমর ভাতৃত্বের বন্ধনে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...