ওই দেখো তিরঙ্গা উঠেছে দিল্লির মসনদে,
ফিরিঙ্গীরা নিয়েছে বিদায় মাতৃভূমি হতে চিরতরে,
পরাধীনতার গ্লানির হয়েছে দেশভক্তিতে অবসান,
ভারতভূমির বীর সৈনিকদের হচ্ছে জয়গান ।
ফিরিঙ্গীরা নিয়েছে বিদায় মাতৃভূমি হতে চিরতরে,
পরাধীনতার গ্লানির হয়েছে দেশভক্তিতে অবসান,
ভারতভূমির বীর সৈনিকদের হচ্ছে জয়গান ।
রবিপ্রভা করেছেন রচনা জনগন অধিনায়কের গীত,
দেশনায়কের শপথবাক্যে সবাই শুনেছে জনহীত,
আশায় নতুন ঘর বাঁধে স্বাধীন ভারতের সন্তানেরা,
অবহেলিত,অপমানিত আর নেই কোন যৌক্তিকতা।
দেশনায়কের শপথবাক্যে সবাই শুনেছে জনহীত,
আশায় নতুন ঘর বাঁধে স্বাধীন ভারতের সন্তানেরা,
অবহেলিত,অপমানিত আর নেই কোন যৌক্তিকতা।
স্বপ্ন সবার ভারত আমার জগতসভায় শ্রেষ্ঠ আসন নেবে,
স্বাধীন ভারতে মুক্ত সবাই স্বপ্নের জীবন পাবে,
জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী স্বপ্ন সবার হৃদয় মাঝে,
বিভেদের মাঝে ঐক্যবদ্ধ ভারত গনতন্ত্রের জয়গানে।
স্বাধীন ভারতে মুক্ত সবাই স্বপ্নের জীবন পাবে,
জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী স্বপ্ন সবার হৃদয় মাঝে,
বিভেদের মাঝে ঐক্যবদ্ধ ভারত গনতন্ত্রের জয়গানে।
বিপ্লব আর দেশপ্রেম অমর হয়েছে কি শুধু সবার মনে,
আজ দেশনায়কদের কপটতায় আজ রক্তে রাঙা সবখানে।
স্বাধীনতা কি হারিয়েছে তার গরিমা ও ত্যাগ,
দেশভক্তির গান কবে আনবে জীবনে আত্মত্যাগ,
জাতি,ধর্ম নির্বিশেষে হিংসার পথ ভুলে
স্বাধীনতা সফল হবে দেশপ্রেমের ধর্মে দীক্ষা নিলে ।
আজ দেশনায়কদের কপটতায় আজ রক্তে রাঙা সবখানে।
স্বাধীনতা কি হারিয়েছে তার গরিমা ও ত্যাগ,
দেশভক্তির গান কবে আনবে জীবনে আত্মত্যাগ,
জাতি,ধর্ম নির্বিশেষে হিংসার পথ ভুলে
স্বাধীনতা সফল হবে দেশপ্রেমের ধর্মে দীক্ষা নিলে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন