শনিবার, ২৫ জুলাই, ২০২০

শান্তিনিকেতন বার্তা - সঞ্জয় কুমার মুখোপাধ্যায়













শান্তিনিকেতন বার্তা
সঞ্জয় কুমার মুখোপাধ্যায়


আজ আবার হারিয়ে গিয়েছিলাম,
ভোর হতেই আবার স্বপ্নভঙ্গ !

সারাদিন শুনেছি মেঘেদের ক্রন্দন,
বৃষ্টির জল ঝরেছে পাহাড় থেকে সমতলে।

রবি আজ সারাদিন অস্তাচলে,
তাই কিছুটা তার অক্ষর সংলাপ।

শুনতে পাই গীতাঞ্জলির ক্রন্দন,
শান্তিনিকেতন বার্তা !

তবে মাটির বুকে পায়ের চিহ্নগুলো আছে।
আছে দেশ ও দশের গান।

আজ‌ও ছোট ছোট নদী গুলো ব‌ইছে আঁকে বাঁকে,

কাজ করে চলেছি পুরাতন ভৃত্যের মতন ।


https://www.bangla-kobita.com/sanjukolm/news-of-santiniketan/


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...