বিশ্বাসে
নিঃশ্বাস
-সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
বিশ্বাস
নিঃশ্বাসের মতন,
যাওয়া
আসার পথে একটা নিয়ম চাই।
একটু
এদিক ওদিক হলেই,
হয়
পদস্খলন,না হলে মরণ ।
শিকড়ের
পচনের কেউ খোঁজ রাখি না,
খালি
ভাবি নতুন পাতা আসছে কি ?
আমরা
শুধু ফুল ফল নিয়ে বেঁচে থাকি !
অথচ
ভিত্তিপ্রস্তর নিয়ে মাথা ঘামাই না।
স্তম্ভের
উপর যে ভবিষ্যত মজবুত করে গড়ে,
তাকে
হারিয়ে ফেলি ক্রমশই ।
অবিশ্বাস
এখান ওখানে হাঁতরে বেড়াই,
শেষমেশ
দমবন্ধ পরিবেশে সবটাই মারা পড়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন