শনিবার, ৮ নভেম্বর, ২০১৪

জীবনের জয়গান

জীবনের জয়গান

অামার মনের সুখের মাঝে তোমার করুণানিদান
নতমস্তকে তব পদযুগলে করি, সুধুই যে তোমার আহবান ৷
অামার সকল ধমনীতে যে বানভাসি তোমার বানীর ধারা হে দয়াবান্‌   ৷
সঁপেছি যে মোর জীয়নকাঠী তোমার চরনে হে কৃপানিধান

সারা জীবন পাথেয় যে তোমার পথের বিধান এই অন্তঃরে৷
কালের প্রভাব কভু না দেয় কলিমা মোর মন্দিরে l

জীবনযুদ্ধে যা কিছু পাওযা সে তো নীলমাধবের দরবারে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...