রবিবার, ৯ নভেম্বর, ২০১৪

আগমনী মা


পুজার দিনের মাদুলতা, ঘোচায় সকল ব্যাকুলতা । 
ওই ছোট্ট মিনি,চাঁপা,ডালি, চোখে তাদের এক আশার ডালি । 
নতুন জামা পরনে পরে হবে কি দেখা, জগতমাতার মিষ্টি মুখের 
আজও তো মা এল না ঘরে,তাড়াতাড়ি এই পুজোর দিনে 
মনে কোনায় সন্ধ্যাবেলায় উঁকি দিয়ে যায় অন্ধকারের চোরাবালি । 

আশা নিয়ে তাদের  জীবন কাটে, প্রতিটি বছর শেষ দশমী পরে   
তবু হয় না কবু তাদের নতুন জামা পরা । 
মিনি,চাঁপা,ডালির চোখে শুধুই ভাসে এক স্তব্ধ নিরাশা 
বাবুরা কেন দেয় না সময়ে মাকে, কাজের উপরি পাওনা যা পাওয়া । 

হবে না কি এবার ঠাকুর দেখা তাদের নতুন জামা পরে ? 
মা এসেছেন এবার গজের পিঠে,গমন হবে দোলায় চড়ে 
সবার গ্লানি মনে রেখে জগতমাতা যে সব হরণ করে 
জ্বলবে না কি এবার তাদের কাছে নতুন আশার প্রদীপ । 

এমন কথা ভেবে যে তাদের মনের ভিতর কান্না আসে 
বাবাটা যে তাদের অনেক কষ্টে আছে,পথ্য খেয়ে যে তাঁর বেঁচে আছে 
হবে না কি সকল কষ্ট লাঘব, কবে ঘুচবে মোদের গ্লানি ?   
জীবন কি শুধুই বার্থ আশা ,এমনই ভেবে ভাবসাগরে যখন ডুবে থাকে তারা । 


হঠাৎ এক মস্ত গাড়ি থামল ঠিক ব্রিজের নীচে,সম্মুখে তাদের আস্তানাতে   
যেন গভীর অন্ধকুপের মাঝে এক উজ্জাল প্রদীপ প্রজ্বলিত নতুন করে   
নামলেন এক অপরুপ নারী মুখে তাঁর মায়ের হাসি, 
হাতে নতুন কাপড়ের ডালি,মায়ের কাছে এসে তিনি 
তুলে দিলেন  নতুন জামা কাপড়ের ডালি । 

ওই ছোট্ট মিনি,চাঁপা,ডালি, ভাবে আছে তো কত বিত্তশালী 
তবু দেখি না তাদের মনে মায়ের ন্যায় স্নেহভাতি ।   
মানুষের মনে বেদনা ,কষ্ট সবাইকে নিয়ে পথ চলাই যে জীবনের  মুল চাবিকাঠি 
মায়ের মনের এই বিশালতা, ভুলাছে কি নতুন সব নবীনচেতা । 

কেউ যে কোনদিন সঙ্গে করে নিয়ে যাবে না যে কিছু সাথে করে 
বাস্তবের এই ধ্রুবসত্যি, ভালবাসা কে সাথে করে । 
কবে হবে সবাইকে ভালবেসে আপন করে হবে কবে নতুন পথ চলা   
ভালবাসা আর উদারতা জীবনের যে সকল সুখের সার্থকতা । 


শ্রী সঞ্জয় কুমার মুখোপাধ্যায় 
৯৮৩১৮৪০১৯৬ 
কলিকাতা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...