সোমবার, ২১ আগস্ট, ২০১৭

কফিন

ছূঁতোর কাঠে পেরেক পোঁতে
জনগণ সুখের বিছানা খোঁজে
নেতারা আরামকেদারায় আখতারী গজল শোনে
শিক্ষার্থী বেঞ্চে বসে শিক্ষক ক্লাসে অধ‍্যাপনা করে
বড়বাবুরা অফিসে চেয়ারে বসে
সবাই নিশ্চন্তে প্রজাতন্ত্র স্বাধীনতার গর্ব ক‍রে  ।

ছূঁতোরের ছেলে এক সকালে আপন মনে বাস্ক গড়ে
ছূঁতোর সুধায় কি হবে অযথা এই বাস্ক গড়ে
বাস্কের মূল্য নেই বাজারে ডোবাবি ব‍্যবসায় দেনা করে
ছেলেটা বলে গর্ববোধে এই বাস্ক অমূল্য দেশে
সীমান্তে লেগেছে তিরঙ্গার সন্মান অধীকারের লড়াই
সেনাবাহিনীর শহীদেরা শেষযাত্রায় পাবে ঠাঁই 
আমার এই বাস্ক জাতীয় পতাকা পাবে
দেশের মানুষ আবার সুখনিদ্রা দেবে ।

***দেশের সেনাবাহিনীর জন্য উৎসর্গিত**

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...

Shares
FacebookXPinterestEmailSumoMe