সোমবার, ২১ আগস্ট, ২০১৭

অধিকার সংরক্ষণ

সম অধিকারের দেশে প্নাবণ এসেছে
নারী পুরুষের সমান জায়গা চেয়েছে 
কথাটা আজ সর্বজনবিদিত
ওরা একে অপরের পরিপূরক নিশ্চিত।

বাসের সীটের থেকে রেলগাড়ির কামরাতে
চাকরির জগতে আবার দেশের রাজগদিতে
সংরক্ষণ নিয়ে কত প্রস্তাব পাশ মেধা তালিকাতে 
অধিকার কি সংরক্ষণের দাস
অধিকার জন্মায় ভালোবাসা দিয়ে বিনা ভেদাভদে ।

কেন সংরক্ষণ হয় না জন্মের শুভক্ষণে
দাহকার্য সমাপনের অন্তিমক্ষনে
সংরক্ষণের কি নাভিশ্বাস উঠে সেখানে
মানুষের ভালোবাসা আজ বলি সংরক্ষণে।
মেধা ভালোবাসার সংরক্ষণ কবে হবে
যেদিন দেশবাসীর ভ্রুণ হত্যা বন্ধ হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...