সোমবার, ২১ আগস্ট, ২০১৭

আধফালি পোড়া রুটি

রাস্তায় পড়ে থাকে আধফালি পোড়া বাসি রুটি,
চেয়ে আছে অভুক্ত শিশুদের করুন দৃষ্টিখানি,
আধফালি চাঁদ মেটাবে না খিদে পেটের জ্বালা ওদের
চারিদিকে শুধু দেশ গড়ার স্বপ্ন দেখায় হাতে ক্ষমতা যাদের ।

সেনাপতি,সৈন্য,দেশবাসী সব না খেয়ে মরে,
বোকা জনগন শুধু আলোর রোশনাই দেখে,
পরনের আধফালি গামছা পরে থাকে,
ময়লা গাড়ি রোজ বাঁশি বাজিয়ে আসে,
উচ্ছিষ্ট পোড়া রুটি খেয়েও ওরা জয়গান করে ।

পৃথিবীর বুকে সহস্র গোলা দাগে ওই আসামীরা,
পার পায় দেশনায়ক তকমার খ‍্যাতি নেয় তারা,
লাল রঙের হোলী খেলে ধর্ম পিপাসু জাতের নামে,
খন্ডিত আধফালি পোড়া রুটি খাওয়ার কেউ না থাকে,
পথের ধারে শিশুরা আজও অভুক্ত শুয়ে আছে ‌।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...