স্বাধীনতায় আজ রামধনুর সাতরঙে মন রাঙা,
সঙ্গীতের সপ্তসুরে রাগকে আপন করা ।
স্বাধীনতায় ইচ্ছে ঘুড়ির আকাশ ভ্রমন করা,
সত্যমের জয়তের জয়গীত গাওয়া।
সঙ্গীতের সপ্তসুরে রাগকে আপন করা ।
স্বাধীনতায় ইচ্ছে ঘুড়ির আকাশ ভ্রমন করা,
সত্যমের জয়তের জয়গীত গাওয়া।
স্বাধীনতা গরীবের দুমুঠো চাল ডাল খেতে পাওয়া,
রাতের বেলায় একটুখানি শান্তির ঘুমোতে যাওয়া।
স্বাধীনতা রাম রহিমের একসাথে পথ চলা,
ভানুসিংহের রাখী বন্ধনে ঐক্য ভালোবাসা।
রাতের বেলায় একটুখানি শান্তির ঘুমোতে যাওয়া।
স্বাধীনতা রাম রহিমের একসাথে পথ চলা,
ভানুসিংহের রাখী বন্ধনে ঐক্য ভালোবাসা।
স্বাধীনতা গভীর রাতে নিশ্চিতে ঘরে ফেরা,
নারী পুরুষের ঐক্যতানে সম অধিকারে পথ হাঁটা।
স্বাধীনতা মহান দেশের আত্ম বলীদানের কথা,
রক্তের বিভেদ না করে মিলনমেলায় গান গাওয়া।
নারী পুরুষের ঐক্যতানে সম অধিকারে পথ হাঁটা।
স্বাধীনতা মহান দেশের আত্ম বলীদানের কথা,
রক্তের বিভেদ না করে মিলনমেলায় গান গাওয়া।
স্বাধীনতায় লাল,গেরুয়া,সবুজ রঙের নেই ভেদাভেদ,
পথের ধারে শুয়ে থাকা অভুক্ত মানুষের বিভেদ।
স্বাধীনতা আজ একাত্তরে চেয়েছে প্রকৃত গনতন্ত্র,
চেয়েছে সব মানুষের নিস্বার্থ হবার মহামন্ত্র।
পথের ধারে শুয়ে থাকা অভুক্ত মানুষের বিভেদ।
স্বাধীনতা আজ একাত্তরে চেয়েছে প্রকৃত গনতন্ত্র,
চেয়েছে সব মানুষের নিস্বার্থ হবার মহামন্ত্র।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন