মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

প্রিয় ফুলের অপেক্ষায় / সঞ্জয় কুমার মুখোপাধ্যায়














প্রিয় ফুলের অপেক্ষায়
সঞ্জয় কুমার মুখোপাধ্যায়


প্রিয় ফুল আমি কিন্ত বেঁচে আছি,
জানিনা কবে দেখা হবে এই মহামারীর শেষে?
সবাই এখন মৃত্যুকে নিয়ে বেঁচে
কিন্তু আমি মৃত্যুকে ভয় করিনি।
এই মন শুধু অপেক্ষারত প্রতিদিনই
তোমাকে নিয়ে আবার বাঁঁচবো বলে... ।


প্রিয় ফুল তোমার তৈরি সাগরে দাঁড়িয়ে,
দূরে থেকেও ঢেউ গুনছি,
চোখের নোনা জলে জমছে পাথর !
আর কতদিন ?

 ভাবছো আমি বেঁচে আছি কি ?
চিতাভস্মের আগুনের ফুলকি দেখে ভাবছো,
মাথার উপর বকুলের ডাল কেন শুকনো ?
ভাবছো আমার গন্ধ কেন উড়ে গিয়েছে ?

 আমার গন্ধ অধিক হলে চলে যায় হাওয়ায়
তোমার নাভিমূলে থেকে বাহুমূলে,
ছড়িয়ে পড়ে শিরায় শিরায়।

এইভাবেই মৃত মনের অনন্ত ঘুম ভেঙে যাওয়া,
তাই এই কবিতা শুধু তোমাকে পাওয়া।

 ভাবছি, এখনো কি বেঁচে আছি আমি?
না মিথ্যে স্বপ্নহীন হয়ে পথ চলবো সব হারিয়ে,
অনেকের মতন আমি স্বপ্নকে সত্যি ভাবি বেঁচে।

তবু বলি তোমার মতন ভাগ্যবান নেই,
ইচ্ছে মৃত্যুর আগে তোমাকে একবার দেখবো ।
আমার হৃদয়ে এখন কালকূট ভরা নীল বিষ,
তাই মৃত্যুতে আমার শোক নেই,
শুধুই আছে তোমার গন্ধের প্রতীক্ষা।

৩টি মন্তব্য:

  1. খুব সুন্দর একটি কবিতা
    পড়ে মন ভরে গেলো...
    একদম অন্য স্বাদ পেলাম...

    আমাদের কবিতার সাইট টিতে ভিসিট করার নিমন্ত্রণ রইল ।
    Bengali Poems

    উত্তরমুছুন

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...