শনিবার, ২৫ জুলাই, ২০২০

দশ আঙুলের ভিতর / সঞ্জয় কুমার মুখোপাধ্যায়














দশ আঙুলের ভিতর

সঞ্জয় কুমার মুখোপাধ্যায়



অন্ধকার মাধবী রাতে,
আকাশ ভরা রুপালি আলো
নির্জন মাঠে বেঞ্চে কাঁধে কাঁধ এলিয়ে মাথা
কত জমা না বলা কথা 
থেমে থাকে না কেবল চোখের দৃষ্টিতে

তোমার মুখে উপর আধা ল্যাম্পের আলোয়,
ওই মুখে ঘন মেঘের মধ্যে আগুন জ্বালাতেই
আমার দশ আঙুলের ভিতর,
তোমার বেদনাগুলো মেখে যায় আতর।


পৃথিবীর এই সুখের আশ্চর্য নিয়ম,
সবটাই আমাদের দুটো হাতের মুঠোয় !
সবুজ গাছের পাতায় ঢাকা সব চাওয়া পাওয়া,
কখন যে উড়ে যাবে অজান্তে সবটুকুই অজানা।


তবু তুমি হঠাৎ আসবে জানি,
এইভাবেই আমার মনের আরামকেদারায় বসে 
বুকের মাঝে সাজিয়ে দেবে স্বপ্নের ফুলদানি !


রূপালি আলোর শেষে,
আগুনের সব জ্বালানির পুড়ে শেষ হলে !
ফুলদানির সব জল ঢেলে দেবে,
গোলাপ আতর মেখে নিঃশব্দে যাবে চলে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...

Shares
FacebookXPinterestEmailSumoMe