রবিবার, ১৬ জুন, ২০১৯

সুখের এক টুকরো হাসি - সঞ্জয় কুমার মুখোপাধ্যায়















সুখের এক টুকরো হাসি
      - সঞ্জয় কুমার মুখোপাধ্যায়


দুঃখ নদীর পাশেই একটা সবুজ গাছ,
সে অনেকটা আলোক ছায়া খেলে ।
সে দুঃখ পেয়ে দুঃখের কথা বলে..
কখনো আমায় দুঃখ দেয় !

সে অনেক কথা বলে ।
তার ওই দুঃখ মুখে...
কখনো জ্বলে উঠে সুখের হাসি ।

আমি একলা বসে থাকি নদীর পাশে,
ওই সবুজ গাছের কাছে ।
অপেক্ষায় থাকি রোজ,
কখন ফুটবে তার ওই দুঃখ মুখে-
এক টুকরো সুখের হাসি ।

ইচ্ছে অনন্ত কাল ধরে,
যেন ঐ নদীর পাশে গাছের কাছে
যেন দেখতে পাই ওই দুঃখ মুখের হাসি।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...