শনিবার, ১৫ জুন, ২০১৯














ঘরে ফেরা

সঞ্জয় কুমার মুখোপাধ্যায়


সবাই একদিন ঘরে ফেরে,
ঘুরে ফিরে একদিন নিজের ভুলকে দূরে ফেলে !
হয়তো বুঝতে ‌দেরী করে ।

অনেককিছুই হারিয়ে যায়,
তবু সব ভুলেকে বন্ধু করে পারি জমায়..
মনের মাঝে কত কিছু বয়ে যায়।

কিন্তু যখন ফিরে আসে,
একদিন সবকিছুই ভুলে যায় ।
কিছু ব্যথা, কিছু কথা মনে রয়ে যায়,
পরিবর্তনশীল জীবনে গা ভাসায়।

তবু একটি জীবন পোড়ে,কেবল পোড়ে,
নভস্থলে মেঘ  অঝরে বৃষ্টি কান্না হয়ে ঝরে পড়ে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...