সোমবার, ১০ জুন, ২০১৯

ভালোবাসা অপেক্ষায় - শ্রী সঞ্জয় কুমার মুখোপাধ্যায়














ভালোবাসা অপেক্ষায়

ভালোবাসা সব‌ই পায়,
যখন‌ই যে যেমনটা চায়।
গ্রীষ্মের প্রখর রৌদ্র দেয় কখনো উত্তাপ,
বর্ষায় মনটা ভেজায় কিছু অনুতাপ।
হেমন্তের শুকনো পাতায় ঝরে পড়ে অভিশাপ,
শীতের রুক্ষতায় হৃদয়ের জাগে সন্তাপ,
বসন্তের বাতাসের প্রবাহ দেয় প্রেম নিষ্পাপ ।
ওরা শুধু আমাকে পায় না,
তাই প্রত্যহ আমার অপেক্ষায় থাকে।
কিছু প্রস্থরভূত মনের ইচ্ছে নিয়ে,
কিছু ধূসর ধুলো মাখা স্মৃতি রাঙিয়ে...
আজ‌ও ভিতরে নানা রঙের ছবি আঁকে
ভাবে এমন ভাবে পাওয়া যাবে সবটাই !
কিন্তু আমি দেখেছি...
একটা শিকড় পাতালে গিয়ে স্থির,
অন্ধকারে আক্রান্ত হয়ে আলোর পথ ভোলে !
মগ্নতা গ্ৰাস করে সবকিছুই কাড়ে,
শুধুই সময় অপেক্ষাতে.....।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...