বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯

মেঘবৃষ্টির রূপ - সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

















মেঘবৃষ্টির রূপ

হারিয়ে যাওয়া এই মনের উপরে মেঘ আকস্মাৎ এসে দাঁড়ায়,
তখন তোমার প্রতিটা  কথা হয়ে ওঠে বৃষ্টির ফোঁটা,
কথাগুলো মনে আনে বর্ষাকাল,
ঝির ঝিরে চোখের জলে লিখে চলি কবিতা ।
মেঘ ভেসে বেড়ায় এক প্রান্ত হতে অপর প্রান্তে,
যেনো তাঁর মেরু বদলায় ।
অতীতের কত স্মৃতি পড়ে থাকে রাতের শয্যায়,
মন ভালোবাসার গন্ধ হাতড়ায় ।
আমি হাত বাড়িয়ে সেই মেঘবৃষ্টির রূপ দেখি,
মন মূহুর্তে হয়ে ওঠে বিরহী মেঘদূত,
মনে পড়ে থাকে ওই শ্রাবণের সন্ধ্যাটুকু ।
মনকে চেনার আগে আমরা কেন লিখিনা প্রেমের কবিতা ?
কিন্তু কেউ লিখে রেখেছে আকাশে,
সেই ভালোবাসার কবিতায় রচনা করেছে এই বৃষ্টি !
ডেকে এনেছে...তোমাকে
এই ভরা ভালবাসার আবেগে বইছে মনে দুকূল ছাপানো বর্ষা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...