মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

নিঃস্তব্ধ নৈরাজ্য-সঞ্জয় কুমার মুখোপাধ্যায়














নিঃস্তব্ধ নৈরাজ্য
সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

একক হতে সহস্র লাখ,
সূচনা যেখানে শূন্য ।
বুঝতে কতই না সহজ,
তবু হয় না কেন‌ বোধগম্য !

কাগজে কলমে পরিসংখ্যান যত,
রবারের ব্যবহারে সেটিই মিথ্যা,অসামান্য !
যতই দেখাতে চাও না কেন,
সবটাতেই পাচ্ছি খুঁজে তারতম্য। 

গরিবের থালায় দুবেলার খাদ্যে, 
পাচ্ছি অমিল,চলছে চরম নিস্তব্ধে নৈরাজ্য।
ব্যারিকেড না মেনে কেটেছে হাত, 
দেশের কোন এক অসহ্য অবাধ্য !

ঘরের সমস্যা যখন বিদেশ মেটাবে
তুমি কি তবে অদৃশ্য প্রতিশ্রুতিবদ্ধ ?
সবটাই যদি চলছে ঠিক তবে প্রশ্ন,
গঙ্গাবক্ষে কুন্তী সমেত পঞ্চ পান্ডবের জীবন 

কেন হলো বিপন্ন ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...