বাঁচবেই শহর চিরকাল
সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
চেনা শহরের
গতি অগ্ৰগতি হয়েছে নিস্তব্দ ।
দিনগুলো ক্রমশঃ নৈঃশব্দ্যে
পরিপূর্ণ
চেনা মুখ অচেনা মুখ সব ঐক্যবদ্ধ
!
এক একটা ভয়ের অশনিসংকেত,যত খেদ
ঘন্টা মোমবাতির আলোয় আনছে
বিভেদ !
তবু শত শ্বাসকষ্টে এতো মুখের
হাসি
পড়ার মোড়, ঘরের দোর এখন সব পাশাপাশি।
শুধু লোকগুলো আছে দূরে
প্রাণের তাগিদে একে অপরের বৃত্ত
ঘিরে ।
পৃথিবীতে অচেনা কথা উড়ছে
হাওয়ায়,
নতুন করে দেখছি মেধার অপচয় ।
জন্মের সময় নাকি হয় মৃত্যু
দিন ছিল নিশ্চিত,
আচমকা হাতছানিতে তাই শুনি
সাম্যের সঙ্গীত।
চাল ডাল কিছুর ছিলোনা অভাব
আজন্মকাল ।
তবু একটা চুড়ান্ত ক্ষমতার
নেশায়,
সবকিছু ছেয়ে দিচ্ছে নিস্তব্ধ
নিরাশায় ।
তবে এই শহরকে আমি চিনি চিরকাল,
আমি জানি আনন্দের এই শহর
লড়াইতে সবল।
এই শহর নিশ্চিত বাঁচবে ততকাল,
যতদিন সৌরমন্ডলে সত্য গ্ৰহকাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন