শুক্রবার, ২২ মে, ২০২০

অতিথি দেব ভব ? / সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
















অতিথি দেব ভব ?
সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

সবাই যেন অপেক্ষায় আছি
খালি মনে ভয় এই নতুন অতিথিকে নিয়ে,
এই বোধহয় না বলে এসে গেলেন!
পান থেকে চুন খসলেই ভাবি,
এই বোধহয় ঘর দখল করে জায়গা করে নিলেন ।
সকাল বিকেল এক কথা,
হাতে পায়ে লোশন মেখে
নিজেকে ফিটফাট রেখে নিয়মবিধি মাথায় রেখে
পথ চললেও চারপাশে বিভীষণ নিয়ে মাথা ব্যথা।
পছন্দের সিংহাসনে তিনিই বিধাতা,
আমরা শুধু নানান ফুল দিয়ে তুষ্ট করছি মাত্র।
তবু নাক- মুখ -চোখ -কান বন্ধ ক"রে
একমনে “অতিথি দেব ভব” না বলে,
তার দুর্নাম করে চলেছি দিবারাত্র !

তবু কিনে চলেছি একের পর এক মারণাস্ত্র।
বলছি চোখের সামনে থেকে দূর হও ঘরের বাইরে যাও,
আসলে অতিথির তাৎপর্য পালটে গেছে এক লহমায়!
পৃথিবীর চোখে আঙ্গুল দিয়ে অতিথি দেখাচ্ছে বিজ্ঞানের দৌড় এই সময়
সবটা দেখে মনে হচ্ছে সর্ব শক্তিমানেরা আজ বড়ই অসহায় !

ওরা ভাবছে না একবার "অতিথি দেব ভব" ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...