শুক্রবার, ২২ মে, ২০২০

অভিব্যক্তি ন্যূনতম / সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
















অভিব্যক্তি ন্যূনতম
সঞ্জয় কুমার মুখোপাধ্যায়


কথায় আছে নুন আনতে পান্তা ফুরোয়,
সেটা জোগাড় করতে মানুষ যখন সময়ের অপেক্ষায়।

এমনই সময় এই ঝড়,
এবার শুনলাম সে নাকি মরেছে।
তবে মরণ কামড় বসিয়ে গেছে আগেপিছে !

সবটা দেখে আমরা স্তম্ভিত,
দেখলাম ঝড়ের তাণ্ডবে বড় বড় গাছ এখন ভূপতিত,
জমি হতে উপড়ে নিয়েছে গভীর শিকড় কতশত !

মাটির ঘর, টিনের ছাদ
সব উড়ে গেছে চারিদিকে ছড়িয়ে-ছিটিয়ে শতাব্দীর বিষাদ।
দেখছি জলের নিচে,পোলের  তলায় মৃতদেহ,
তবুও অদ্ভুত ভাবে কেউ করছে সন্দেহ !

এদের মনে নূন্যতম হিন্দোল নেই  বিন্দুমাত্র,
মনে হয় রক্তের বন্যা বইলে ভালোই হতো।
তাই তো এতো সহজে বলা যায় - ক্ষয়ক্ষতি ন্যূনতম,
পড়ে থাকা সবুজেরা মুখ বুজে গিলে নিল কথাটা
যেহেতু ওদের অভিব্যক্তির প্রকাশ ছিল ন্যূনতম ।

তবে আমাদের নয়,
আমাদের মনে আছে বিষাদের ছায়া
চোখে আছে অন্যায়-অবিচারের বিপক্ষে মানবিকতার মায়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...