![]() |
চিরঘুমের রাত
সঞ্জয়
কুমার মুখোপাধ্যায়
সময়
দূরে গেছে সরে
প্রকৃতির
হতে অনেকটা দূরে !
যেমনটি
গেছে তোমার রাজ সিংহাসন,
শুধু
জমানো সম্পদের করছো রক্ষণ ।
তুমি
হতে পারো নি কারোর,
না
কৃষকের, না শ্রমিকের, না মানুষের।
হয়ে
উঠেছো পৈশাচিক এক রক্তচোষা বাদুর
প্রত্যহ
করছো শোষণ, গুনছি প্রহর।
তাই
এখন এই লক্ষণগুলো হয়েছে প্রকট,
বড়
বড় গর্তের মধ্যে লুকিয়ে মৃত্যু, সবার সন্নিকট
!
ভেবে
দেখো ভারার ঘর সবটাই হবে শূন্য,
তোমার
সবুজ কাগজের নৌকাগুলো অসম্পূর্ণ।
রোজ
তোমার স্বপ্নের কথা শুনছি বিকট,
আমরা
অন্ধ ফকির হয়ে যাচ্ছি নিকট !
তবু
আমরা এগিয়ে চলেছি ভুলে জাতপাত,
আসতে
আসতে কাছে আসছে চিরঘুমের রাত !
তবু
আমরা চেয়েছিলাম,
"অসতো
মা সৎ গময়, তমসো মা জ্যোতির্গময়,
মৃত্যোর্মা
অমৃতং গময়।
ওঁ
শান্তিঃ ওঁ শান্তিঃ ওঁ শান্তিঃ”
(ঈশ্বর
আমার সীমান্ত ফিরিয়ে দাও কাব্যগ্ৰন্থ থেকে)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন