ছলনা
-সঞ্জয়
কুমার মুখোপাধ্যায়
এতোগুলো দিন কেটে গেল,
কত রোদ্দুর ছায়ায় রোজ সময় কেটে গেল।
তবু ছোট্ট আকাশে সীমারেখা টানা গেল না !
এ পথ সে পথ ঘুরে,
কেন মায়াহীন মিছে এই ছলনা ?
একটা আয়না চাইলাম নিজেকে দেখবার,
সেও লুকিয়ে রাখতে হবে বারংবর !
তুমি আকাশের মানেটা বুঝতে পারোনি,
ওটার ব্যাপ্তি হয়তো বোঝোনি ।
আমি ছাড়া তোমার পৃথিবী হয় না,
জানো না বয়ে আসা অবিশ্বাসী বাতাস জীবানু বয়ে আনে,
অবিশ্বাস নিয়ে তাই ওই পথে চলো না !
বাঁধ ভাঙা গেলে ঘরে প্লাবন ডেকে আনে।
আমার আকাশে নক্ষত্রের মতো জ্বলতে,
তোমাকেই সীমারেখা টানতে হতো।
একটা আয়না নিয়ে নিজেকে না হয় দেখতে
দেওয়ালে এপিঠ ওপিঠ দুই সমান হতো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন