রবিবার, ২৬ জুলাই, ২০২০

বৃত্তের বাইরে -সঞ্জয় কুমার মুখোপাধ্যায়










বৃত্তের বাইরে
   -সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

কিছু শব্দ মাথায় আসছে,
নতুন করে বুঝতে হচ্ছে !
সাংবিধানিক আচার,
কাঠামোর ভিত্তি, বিজ্ঞাপনের যুক্তি,
সবেতে এইমুহুর্তে একটি জলীয় আস্তরণ !

কেউ কাগজে কলমে বিশ্বাসী,
কেউ আবার আপন স্বার্থে আত্মবিশ্বাসী!

সে-ও রোজ কিছু লেকচার লিখে চলেছে,
এই দুঃসময়ে বন্ধু কেউ সাহায্য চাইলে বলছে 
ছন্দের পতন ঘটেছে,
তার কথায় অক্ষরের নাকি অবাধ্য আচরণ !

রাজনীতিতে স্বজনপোষণ,দোষ গুণের, 
একটু উর্ধে উঠে একটা কথা প্রাণের।
বিন্দু বিন্দুতে সিন্ধু তৈরি হয়,
তাই চেষ্টা না হয় করি একটু সাহায্যের সমবায়।

পরিচিত বৃত্তের বাইরে এসে নিজেকে পড়ি,
দেখোই না এই সহায়তাটুকুই করতে পারি ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...