রবিবার, ২৬ জুলাই, ২০২০

মহাকাশ যাত্রা-সঞ্জয় কুমার মুখোপাধ্যায়














মহাকাশ যাত্রা
-সঞ্জয় কুমার মুখোপাধ্যায়


আচমকা শিক দিয়ে টানা মৃতদেহটি,
আমাকে বলে গেল...
আমি যেন লজ্জায় মুখ না ঢাকি !
ওরা কয়েকজন অজান্তেই মৃত্যুর পরে হয়েছে নিরাশ্রয়ে,
ধুলোমাখা মুখগুলোয় শুধুই কান্না হতাশা নিয়ে আছে শুয়ে!


যাদের টেনেহিঁচড়ে তোলা হল অজান্তে,
জানলো না ভর্তি হচ্ছে পৃথিবীর যত ক্ষোভ নিরাশা ।

অসুস্থ এই পৃথিবীতে জীবন এখন বিবর্ণ হয়ে,
কিছু খসে পড়া পাতা !
মানুষের পায়ে তলায় কাদায় ভরা পঙ্কিল তঞ্চকতা ।


হারাচ্ছে ক্রমশঃ জন্ম মৃত্যুর অধিকার,
গড়ে ওঠলো সব স্বপ্নগুলোর মৃত্যু উপত্যকা ।
অপেক্ষায় থাকলাম,
স্বঘোষিত শ্রেষ্ঠত্বের প্রমাণ করতে
এমনটিই কসাইয়ের দোকান তৈরি করে দেবে সভ্যতা ।

আমরা হারাবো পঞ্চভূতে,
চলে যাব মিলনের অন্তিম দিনে দেখবো পৃথিবীর মহাকাশ যাত্রা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...