সোমবার, ২৭ জুলাই, ২০২০

ও তো কৃষ্ণকলি মহাতো নয়... তবে ? -সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
















ও তো কৃষ্ণকলি মহাতো নয়... তবে ?
          -সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

আমি হতে চাইনি
এক লাফে মন্দিরের উচ্চতায় উঠে যেতে।
আমিও এতদিনে হয়েছি সংক্রমিত নেপথ্যে  
তাইতো লোলুপ ভাবনায় ইচ্ছে জেগেছিল তোমার সব অজানাকে জানতে
খ্যাতির চুড়োয় বসে নকল প্রেমিক হতে।

তবু জানতাম, না এটাই আমার স্বভাব, 
চরিত্র নিয়ে আঁকিবুঁকি খেলা আমার তো পেশা আর নেশা।
খেলতে খেলতে বুঝি নি, আবার
কৃষ্ণকলি মহাতো কখন হবে সত্য!
আমি জানতাম এমনটাও হয় ।

শুধু ওরা জানতো না অক্ষর স্রমিকের কলমের সাথে
পরিযায়ী ঘর লাগে, সঙ্গী লাগে ।

 এগুলোই বুঝতে চাইছিলাম
খবরের কাগজের পাতায় পাতায়
টিভির খবর দেখে সময় সময়
সব শুনলাম...

তারপর মনে পড়লো
পাশের বাড়ির ছেলেটাকে পুলিশ নিয়ে গিয়েছিল
সে নাকি পড়তে আসা মেয়েটাকে নষ্ট করতে গিয়েছিল।
মনে হল ও তো কৃষ্ণকলি মহাতো নয়... তবে ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...