মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

কারচুপি -সঞ্জয় কুমার মুখোপাধ্যায়














কারচুপি
সঞ্জয় কুমার মুখোপাধ্যায়



অনেকদিন দেখছি লেখকের কলম,
দেখে প্রচুর লোভ হয় !
হাতে তার ঝকঝকে কলম চমকায়,
ওটা দিয়ে জম্পেশ সব লেখা বের হয় ।
আমার কেবল নজর আটকায়,                                                    
বিশেষ করে ওই কলমের লেখাটায়।
যদিও জানি লেখাগুলো লেখকের সন্তান তুল্য, 
তার নিজস্ব ভাবনায়।
তবু পাশের বাড়িতে রোজ চোখ যায়,
ভাঙাচোরা কলম নিয়ে মনের জানালা দিয়ে দেখি অন্ধকার।
তার সন্তানগুলো খেলছে তার খাতার পাতায় পাতায়,
আমিও খালি সুযোগের অপেক্ষায় থাকি ।

এরপর কোন একটা নিঝুম রাত,
মস্তিস্কে কারচুপির যেই করলো আঘাত ;
নিজের কলম খাপে পুড়ে সিঁধ কেটে
লেখকের বাড়িতে ঢুকে দিলাম এক কোপ সপাটে।

সঙ্গে সঙ্গে তার একটি সন্তানের মৃত্যু!

লেখকের কলমের লেখা আমার নাম এখন পেয়েছে  
কিন্তু ছাপার পর সবাই সাক্ষী দিচ্ছে সেটা অবৈধ 
আমি পারছি না পালাতে ......ঘটেছে আমার কলমের মৃত্যু
বুঝলাম না......এই কলঙ্ক যে থেকে যাবে আমৃত্যু ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...