শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

তোমাতে হোক জগত আলোকময় -সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

 


তোমাতে হোক জগত আলোকময়

সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

 

ইদানীং শ্রাবণের ঝিরঝিরে বৃষ্টি,

শুধুই দেখছি ... এই পৃথিবীতে এক অনাসৃষ্টি।

মেঘেদের ভাসার ইচ্ছে শক্তি এখন গেছে বহুদূরে !

মনের জমাট মেঘ এখন পৃথিবী সবখানে চোখের জলে

ভাবছি মেঘেদের কান্না কি যাবে সব বিফলে ?

 

তুমি যেই আবার ওদের মনে এলে,

ওমনি দুই চোখ ভর্তি জল নিয়ে ক্রমাগত ঝড়ছে সদলবলে।

 

এতো কষ্টেও ভুলতে চেষ্টা করেও ওরা হয়েছে নিষ্ফল,

আসলে তোমার অনুপস্থিতিতে ওরা আজ'ও অভিভাবকত্ব হারিয়ে হয়েছে বিহ্বল।

 

আমি আছি একা বসে, চারিপাশ ছেয়েছে অন্ধকারে,

সবাই আছে রাজপথ ভুলে ঘরের দোর সব বন্ধ করে !

 

ভাবছি কেন এই শ্রাবণে তুমি চলে গেলে ,

আমাদের সকলকে এমনটি একা ফেলে রেখে !

এখন একাকীত্বের কাশফুলের,

সেজে ওঠবার উৎসব সন্নিকটে ।

 

তাই এই বর্ষায় আমি পথ চেয়ে আছি বসে,

যদি শ্রাবণের জলধারায় সব ধুইয়ে দেয় এই দুঃসময় নিমিষে,

পৃথিবী আবার হেসে ওঠে তোমার আলোকের এই ঝর্ণাধারায় ।

 

যেমনটি হয়

তোমার আগমনে বৈশাখে যখন পৃথিবী আনন্দময়।

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...